background cover of music playing
Ek Purono Masjide - Nachiketa Chakraborty

Ek Purono Masjide

Nachiketa Chakraborty

00:00

05:07

Song Introduction

**এক পুরনো মসজিদ** গানটি জনপ্রিয় গায়ক নাচিকেত চক্রবর্তী দ্বারা গাওয়া একটি মনোমুগ্ধকর ট্র্যাক। এই গানের মাধ্যমে নাচিকেত শহরের পুরনো মসজিদের প্রতীকী গুরুত্ব এবং ঐতিহাসিক মূল্যায়ন করেছেন। গানের সুর এবং কথাবার্তা শ্রোতাদের হৃদয়ে গভীর ছাপ ফেলে। নাচিকেতের অনন্য কণ্ঠস্বর এবং সুরেলা মেলডি এই গানটিকে শ্রবণযোগ্য করে তোলে, যা শ্রোতাদের মধ্যে ঐতিহ্য এবং সংস্কৃতির প্রচারে সহায়ক ভূমিকা পালন করে।

Similar recommendations

Lyric

(المدد، الله مدد)

(ال-المدد، الله مدد)

(المدد، الله مدد)

(ال-المدد، الله مدد)

এক পুরনো মসজিদে

গান ধরেছে মুর্শিদে

(المدد، الله مدد)

(ال-المدد، الله مدد)

হো, এক পুরনো মসজিদে

গান ধরেছে মুর্শিদে

কলের পুতুল, কলের গান

জমলো শুধু অভিমান

রাজার হলো খুব অসুখ

জ্বললো বাড়ি, ভাঙলো বুক

রাজার মুকুট, রাজার সাজ

অন্য কেউ তা পরবে আজ

এক পুরনো মসজিদে

গান ধরেছে মুর্শিদে

(المدد، الله مدد)

(ال-المدد، الله مدد)

(المدد، الله مدد)

(ال-المدد، الله مدد)

একে একে খসলো সবই

হাসলো শুধু সিংহাসন

হিংসা যাকে বাসলো ভালো

মানবে কেন সে বারণ?

এক নিমেষে বন্ধু যাকে

ভাবলে তারও রঙ বদল

যার হাসিতে পড়লে ধরা

খেলা শেষে সেও নকল

এরই মধ্যে হাঁটছি দেখো

সূর্য ডোবার দিনগুলো

এরই মধ্যে বাঁচতে শেখায়

ফাঁকা রাস্তার এই ধুলো

এক পুরনো মসজিদে

গান ধরেছে মুর্শিদে

কলের পুতুল, কলের গান

জমলো শুধু অভিমান

রাজার হলো খুব অসুখ

জ্বললো বাড়ি, ভাঙলো বুক

আল্লাহ্

আল্লাহ্

এক হাতে এই জখম ঢেকে

বলছি হেসে শুকরিয়া

অন্য হাতে রাখছি ধরে

যুদ্ধ যে তার হাতিয়ার

ও, একটা হিসেব মিললো না তাই

রক্তে লেখা একটা রঙ

কে খোদাকে পৌঁছে দেবে?

কোন ঠিকানায় লিখবো খাম?

এরই মধ্যে হাঁটছি দেখো

সূর্য ডোবার দিনগুলো

এরই মধ্যে বাঁচতে শেখায়

ফাঁকা রাস্তার এই ধুলো

এক পুরনো মসজিদে

গান ধরেছে মুর্শিদে

কলের পুতুল, কলের গান

জমলো শুধু অভিমান

রাজার হলো খুব অসুখ

জ্বললো বাড়ি, ভাঙলো বুক

রাজার মুকুট, রাজার সাজ

অন্য কেউ তা পরবে আজ

এক পুরনো মসজিদে (المدد، الله مدد)

গান ধরেছে মুর্শিদে (ال-المدد، الله مدد)

এক পুরনো মসজিদে (المدد، الله مدد)

গান ধরেছে মুর্শিদে (ال-المدد، الله مدد)

(المدد، الله مدد)

(ال-المدد، الله مدد)

আল্লাহ্ (...المدد، الله مدد)

আল্লাহ্ (...المدد، الله مدد)

- It's already the end -