background cover of music playing
Aami Shei Manushta Aar Nei (From "Dawshom Awbotaar") - Anupam Roy

Aami Shei Manushta Aar Nei (From "Dawshom Awbotaar")

Anupam Roy

00:00

05:11

Similar recommendations

Lyric

তুমি যাকে দেখো রোজ একা হেঁটে আসে

তার ঘরে হেরে যাওয়া ধ্রুবতারা ভাসে

আমি সেই মানুষটা নেই

আমি সেই মানুষটা নেই

চোখে তার মায়া ছিল, মুখে তার স্নেহ

ইদানিং সে গাড়ি চাপা কুকুরের মৃতদেহ

আমি সেই মানুষটা আর নেই

মিলিয়ে যেন গেছি ঈশ্বরে

চোখে জল আসে না, খুবই তুচ্ছ এই ব্যাপার

আমি এগিয়ে যাই এবার

প্রলয়ের জলে আমি বানভাসি

প্রতিশোধ অভিলাষী

হয়ে বার বার ফিরে ফিরে আসি

আমার মুক্তি এই ধরাধামে বৈকুণ্ঠের খামে

আমি চিঠি হই Nemesis নামে

মহীরুহ নত হয়, বুকে তার ক্ষত

দেবতার কথা রাখে মানুষের ব্রত

আমি সেই মানুষটা নেই

আমি সেই মানুষটা নেই

সব কিছু শেষ হয় সময়ের তাগিদে

তবু কেন মেটে না আগুনের খিদে

আমি সেই মানুষটা নেই

মিলিয়ে যেন গেছি ঈশ্বরে

চেনা মৃত্যু পোশাকে কারা ডাকছে আমাকে

ওই নক্ষত্রের ঝাঁকে

প্রলয়ের জলে আমি বানভাসি

প্রতিশোধ অভিলাষী

হয়ে বার বার ফিরে ফিরে আসি

আমার মুক্তি এই ধরাধামে বৈকুণ্ঠের খামে

আমি চিঠি হই Nemesis নামে

- It's already the end -