background cover of music playing
Dhoro Jodi Hothat Sondhye - Spandan Bhattacharya

Dhoro Jodi Hothat Sondhye

Spandan Bhattacharya

00:00

05:07

Song Introduction

এ গানের সম্পর্কিত কোনো তথ্য বর্তমানে উপলব্ধ নেই।

Similar recommendations

Lyric

ধরো যদি হঠাৎ সন্ধ্যে

তোমার দেখা আমার সঙ্গে

মুখোমুখি আমরা দু'জন

মাঝখানে অনেক বারণ

ধরো যদি হঠাৎ সন্ধ্যে

তোমার দেখা আমার সঙ্গে

মুখোমুখি আমরা দু'জন

মাঝখানে অনেক বারণ

ধরো যদি হঠাৎ সন্ধ্যে

তোমার দেখা আমার সঙ্গে

বাইরে তখন হাওয়া ঝড়ো

তুমি হয়তো অন্য কারও

বাইরে তখন হাওয়া ঝড়ো

তুমি হয়তো অন্য কারও

আরও একবার বলবো সেদিন

আরও একবার বলবো সেদিন

आज जाने की ज़िद ना करो

ধরো যদি চেনা গন্ধে

মেতে উঠি চেনা ছন্দে

যদি ছুঁতে চাই আবারও

জানি ছোঁয়া তবু বারণ

ধরো যদি চেনা গন্ধে

মেতে উঠি চেনা ছন্দে

চলে যাবে হাওয়া ঝড়ো

সময় ছিলো আমাদেরও

চলে যাবে হাওয়া ঝড়ো

সময় ছিলো আমাদেরও

তবু আবার বলবো সেদিন

তবু আবার বলবো সেদিন

आज जाने की ज़िद ना करो

- It's already the end -