background cover of music playing
Kalo Jole Kuchla Tole - Iman Chakraborty

Kalo Jole Kuchla Tole

Iman Chakraborty

00:00

04:22

Similar recommendations

Lyric

কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন

আইজ চার আনা, কাইল চার আনা পাই যে দর্শন

কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন

আইজ চার আনা, কাইল চার আনা পাই যে দর্শন

লদীধারে চাষে বঁধু মিছাই করো আশ

ঝিরিহিরি বাঁকা লদী বইছে ১২ মাস

লদীধারে চাষে বঁধু মিছাই করো আশ

ঝিরিহিরি বাঁকা লদী বইছে ১২ মাস

কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন

আইজ চার আনা, কাইল চার আনা পাই যে দর্শন

চিংড়ি মাছের ভিতর কড়া, তাই ঢালিছি ঘি

আর নিজের হাতে ভাগ ছাড়েছি, ভাবলে হবে কি?

চিংড়ি মাছের ভিতর কড়া, তাই ঢালিছি ঘি

আর নিজের হাতে ভাগ ছাড়েছি, ভাবলে হবে কি?

চালর চুলা লম্বা কোঁচা খুলি খুলি যায়

দেখি শ্যামের বিবেচনা কার ঘরে সামায়

চালর চুলা লম্বা কোঁচা খুলি খুলি যায়

দেখি শ্যামের বিবেচনা কার ঘরে সামায়

কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন

আইজ চার আনা, কাইল চার আনা পাই যে দর্শন

মেদনীপুরের আয়না-চিরন, বাঁকুড়ার ঐ ফিতা

যতন করে বাঁধলি মাথা, তাও যে বাঁকা সিঁথা

মেদনীপুরের আয়না-চিরন, বাঁকুড়ার ঐ ফিতা

আরে, যতন করে বাঁধলি মাথা, তাও যে বাঁকা সিঁথা

পেছপারিয়া রাজকুমারী, গলায় চন্দ্রহার

দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার

পেছপারিয়া রাজকুমারী, গলায় চন্দ্রহার

দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার

কলি কলি ফুল ফুটেছে নীল, কালো আর সাদা

কোন ফুলেতে কেষ্ট আছেন, কোন ফুলেতে রাধা

কলি কলি ফুল ফুটেছে নীল, কালো আর সাদা

কোন ফুলেতে কেষ্ট আছেন, কোন ফুলেতে রাধা

কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন

আইজ চার আনা, কাইল চার আনা পাই যে দর্শন

লদীধারে চাষে বঁধু মিছাই করো আশ

ঝিরিহিরি বাঁকা লদী বইছে ১২ মাস

কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন

আইজ চার আনা, কাইল চার আনা পাই যে দর্শন

- It's already the end -