background cover of music playing
Tumi Akasher Buke - Khalid

Tumi Akasher Buke

Khalid

00:00

05:12

Similar recommendations

Lyric

তুমি আকাশের বুকে বিশালতার উপমা

তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা

আমি তোমাকে গড়ি ভেঙেচুরে শতবার

রয়েছো তুমি বহুদূরে আমাকে রেখে ছলনায়

এ হৃদয় ভেঙে গেলে জানো কি তা

লাগে না, লাগে না জোড়া

লাগে না, লাগে না জোড়া

আমার পথে তোমার ছায়া

পড়লে আড়াল করে

থমকে সে যাবে জীবনগতি

সে কি তোমার অজানা?

রয়েছো তুমি বহুদূরে আমাকে রেখে ছলনায়

এ হৃদয় ভেঙে গেলে জানো কি তা

লাগে না, লাগে না জোড়া

লাগে না, লাগে না জোড়া

শ্রাবণ বেলায় তোমার কথা

ভেবে বিষণ্ন এ মন

আশার পথে দিয়েছি পাড়ি

যেথা তোমার বিচরণ

রয়েছো তুমি বহুদূরে আমাকে রেখে ছলনায়

এ হৃদয় ভেঙে গেলে জানো কি তা

লাগে না, লাগে না জোড়া

লাগে না, লাগে না জোড়া

তুমি আকাশের বুকে বিশালতার উপমা

তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা

আমি তোমাকে গড়ি ভেঙেচুরে শতবার

রয়েছো তুমি বহুদূরে আমাকে রেখে ছলনায়

এ হৃদয় ভেঙ্গে গেলে জানো কি তা

লাগে না, লাগে না জোড়া

লাগে না, লাগে না জোড়া

- It's already the end -