background cover of music playing
Tri - Popeye Bangladesh

Tri

Popeye Bangladesh

00:00

03:58

Similar recommendations

Lyric

কত কাছে তবু দূরে

হয়েও আপনও পরই

জানে শুধু দেয়ালেরা

আর দু'জনই

আড়ালে লুকিয়ে তুমি আমি ছড়িয়ে

কি ঠিক বেঠিক না বুঝে নাও বুঝি

তুমি নও আমার, হৃদয় নাতো মানতে রাজি

হাসতে তোমায় যতবারই দেখি

যাই চাওয়া তোমায় নিষেধ ভুলে

যখনই তোমার দু'চোখে চাই হারাই

তুমি নও আমার যাই যে ভুলে

জানি না কি করে সময় না ভেবে বেখেয়ালে

হাসি আর কথায় মনে ধরেছে তোমায়

তবু চাই তো নি এভাবে পেতে কাউকে যেভাবে

হয়ে আছি দু দু'জনার নীরবতায়

তুমি অন্যকারো গেলে বোঝাতে মন হয় ভারী

হাসতে তোমায় যতবারই দেখি

যাই চাওয়া তোমায় নিষেধ ভুলে

যখনই তোমার দু'চোখে চাই হারাই

তুমি নও আমার যাই যে ভুলে

যখন কাছে আমার আসো তুমি

বুঝে আমি যাই ভালোবাসা কি

হাঁসতে তোমায় যতবারই দেখি যাই

চাওয়া তোমায় নিষেধ ভুলে

যখনই তোমার দু'চোখে চাই হারাই

তুমি নও আমার যাই যে ভুলে

তুমি নও আমার যাই যে ভুলে (তুমি নও আমার)

নও আমার যাই যে ভুলে

- It's already the end -