background cover of music playing
Bhoot Aar Tilottoma, Pt. 1 - Rupam Islam

Bhoot Aar Tilottoma, Pt. 1

Rupam Islam

00:00

04:28

Similar recommendations

Lyric

Delete করছি তোমার SMS

আমার মগজ থেকে তোমায় করতে নিরুদ্দেশ

ভেবে নিতে পারো আমায় lost case

সময় আমার কাঁচা, তবু মনে পক্ককেশ

ভেবে নিতে পারো আমায় lost case

সময় আমার কাঁচা, তবু মনে পক্ককেশ

প্রিয়তমা, কত trauma, দাঁড়ি-কমা আছে জমা

অসমাপ্ত পরে প্রাপ্ত বাজেয়াপ্ত তর্জমা

মনে আগুন, বনে ফাগুন

যেন ভূত আর তিলোত্তমা

বলো কি চাও, বলে উধাও

হয়ে যাও, ধৃষ্টতা ক্ষমা

প্রিয়তমা, কত trauma, দাঁড়ি-কমা আছে জমা

অসমাপ্ত পরে প্রাপ্ত বাজেয়াপ্ত তর্জমা

মনে আগুন, বনে ফাগুন

যেন ভূত আর তিলোত্তমা

বলো কি চাও, বলে উধাও

হয়ে যাও, ধৃষ্টতা ক্ষমা

করো হে

না, করবো না, করবো না emote

আমার কাটা ঠোঁটে ভাংগা জোটে একবজ্ঞা remote

Control-এ আর মন টলে কার জোট

বন্ধ বোকা প্রেমের দোকান অনস্বীকার্য

অনিবার্য

প্রিয়তমা, হয়ে বোমা, যাও ফেটে পড়ো কেটে

ষড়যন্ত্রী তোমার entry prohibited এত late-এ

ছাড়ো কাব্য, পরে ভাববো, আপাতত ক্ষিদে পেটে

Sorry, কাকা, আরও টাকা

আমার লাগবে দ্রুত rate-এ

প্রিয়তমা, কত trauma, দাঁড়ি-কমা আছে জমা

অসমাপ্ত পরে প্রাপ্ত বাজেয়াপ্ত তর্জমা

মনে আগুন, বনে ফাগুন

যেন ভূত আর তিলোত্তমা

বলো কি চাও, বলে উধাও

হয়ে যাও, ধৃষ্টতা ক্ষমা

করো হে

- It's already the end -