00:00
03:09
চাইতে পারো জোছনা কুয়াশা ঢাকা
চাইতে পারো ঘরের ceiling-এ সন্ধ্যাতারা
একমুঠো গোলাপ আর ঐ নীল আকাশ
আকাশের ঐ চাঁদ অথবা এই রাত
চাইতে পারো আমার net এর password
চাইতে পারো শীতের রাতে আমার sweater
একমুঠো গোলাপ আর ঐ নীল আকাশ
আকাশের ঐ চাঁদ অথবা এই রাত
যত খুশি ভাবো তুমি,, দিবাস্বপ্ন দেখো
পাবে না তুমি কোনো কিছুই মোর কাছ থেকে
মিষ্টি হাসি অথবা কান্না দেখাও যতই
তোমার জন্য নয় আমার কোনো কিছুই
চাইতে পারো আমার লেখা সবগুলো গান
চাইতে পারো one day match-এ সাড়ে ৪০০ রান
একমুঠো গোলাপ আর ঐ নীল আকাশ
আকাশের ঐ চাঁদ অথবা এই রাত
যত খুশি ভাবো তুমি, দিবাস্বপ্ন দেখো
পাবে না তুমি কোনো কিছুই মোর কাছ থেকে
মিষ্টি হাসি অথবা কান্না দেখাও যতই
তোমার জন্য নয় আমার কোনো কিছুই
♪
যত খুশি ভাবো তুমি, দিবাস্বপ্ন দেখো
পাবে না তুমি কোনো কিছুই মোর কাছ থেকে
মিষ্টি হাসি অথবা কান্না দেখাও যতই
তোমার জন্য নয় আমার কোনো কিছুই