background cover of music playing
Epitaph - Shonar Bangla Circus

Epitaph

Shonar Bangla Circus

00:00

06:43

Similar recommendations

Lyric

এই আলো ধরে রাখো কুঠুরী

আমাকে আর খুঁজো না

আমি থাকবো নিভে যাওয়া প্রদীপের আঁধারে

এই গান শুনে রাখো বালুতীর

আমাকে আর ডেকো না

আমি চলে যাবো চিলের ডানায়

গভীর সাগরে

মানুষের হৃদয় ভরে ওঠে

আবার শূন্য হওয়ার জন্যে

বিস্মৃতির এই ফুলেল বাগানে

ঝরা ফুলে মধু খুঁজে ভ্রমর হয় ধন্য

আমাদের হয়েছিলো দেখা

যখন হৃদয়কে শাসন করছিলো শূন্যতা

আমাদের হয়েছিলো কথা

যখন মৃতের কঙ্কালে স্তব্ধ মহাকাল

মানুষের হৃদয় ভরে ওঠে

আবার শূন্য হওয়ার জন্যে

বিস্মৃতির এই ফুলেল বাগানে

ঝরা ফুলে মধু খুঁজে ভ্রমর হয় ধন্য

কোনো সন্ধ্যায় ভুলে যেও সেই আলো

যখন সময় ডেকে নেবে অন্য প্রদীপের ধারে

কোনো সন্ধ্যায় ভুলে যেও সেই আলো

যখন সময় ডেকে নেবে অন্য প্রদীপের ধারে

নিজের অরণ্যে সময় চালায় তার ধারালো কুঠার

ভুলে যেও সেই গান সাগর ধুয়ে দেয় যদি তোমার পুরোনো সৈকত

মানুষের হৃদয় ভরে ওঠে

আবার শূন্য হওয়ার জন্যে

বিস্মৃতির এই ফুলেল বাগানে

ঝরা ফুলে মধু খুঁজে ভ্রমর হয় ধন্য

এই আলো ধরে রাখো কুঠুরী

আমাকে আর খুঁজো না

আমি থাকবো নিভে যাওয়া প্রদীপের আঁধারে

এই গান শুনে রাখো বালুতীর

আমাকে আর ডেকো না

আমি চলে যাবো চিলের ডানায়

গভীর সাগরে

- It's already the end -