00:00
04:22
এই ভালো, এই খারাপ
প্রেম মানে মিষ্টি পাপ
চলো মানে মানে দিয়ে ফেলি ডুব তুমি-আমি মিলে
দু'জনেই মনটাকে
বেঁধে ফেলি সাতপাকে
চলো ছোটখাটো করি ভুলচুক তুমি-আমি মিলে
সাজিয়েছি ছোট্ট একফালি সুখ
রাজি আছি, আজকে বৃষ্টি নামুক
তুমি আমি ভিজবো দু'জনে খুব, ভরসা দিলে
এই ভালো, এই খারাপ
প্রেম মানে মিষ্টি পাপ
চলো মানে মানে দিয়ে ফেলি ডুব তুমি-আমি মিলে
♪
দেখো না এই অকাল শ্রাবণ নেমেছে আজ হাজার বারণ জেনে
আওয়াজ শুনে আমায় ডাকো, ঢাকো চাদর আমায় কাছে এনে
রঙে রঙে ভরিয়ে দিয়েছি ঘর
ভিজে গেছি বৃষ্টি নামার পর
তুমি আমি ঘর থেকেও যাযাবর, যাচ্ছি চলে
এই ভালো, এই খারাপ
প্রেম মানে মিষ্টি পাপ
চলো মানে মানে দিয়ে ফেলি ডুব তুমি-আমি মিলে
♪
আমায় বোঝাও, আমায় পড়াও
আমায় শেখাও তোমার মনের ভাষা
আমায় দেখাও, আমায় শোনাও
আমায় বানাও তোমার শেষের আশা
সাজিয়েছি ছোট্ট একফালি সুখ
রাজি আছি, আজকে বৃষ্টি নামুক
তুমি আমি ভিজবো দু'জনে খুব, ভরসা দিলে
এই ভালো, এই খারাপ
প্রেম মানে মিষ্টি পাপ
চলো মানে মানে দিয়ে ফেলি ডুব তুমি-আমি মিলে
দু'জনেই মনটাকে
বেঁধে ফেলি সাতপাকে
চলো ছোটখাটো করি ভুলচুক তুমি-আমি মিলে
সাজিয়েছি ছোট্ট একফালি সুখ
রাজি আছি, আজকে বৃষ্টি নামুক
তুমি আমি ভিজবো দু'জনে খুব, ভরসা দিলে
ভরসা দিলে
ভরসা দিলে