background cover of music playing
Surjyo Dobar Pala Ase Jadi - Hemant Kumar

Surjyo Dobar Pala Ase Jadi

Hemant Kumar

00:00

03:05

Similar recommendations

Lyric

সূর্য ডোবার পালা আসে যদি আসুক বেশ তো

গোধূলির রঙে হবে এ ধরণী স্বপ্নের দেশ তো

বেশ তো, বেশ তো

সূর্য ডোবার পালা আসে যদি আসুক বেশ তো

গোধূলির রঙে হবে এ ধরণী স্বপ্নের দেশ তো

বেশ তো, বেশ তো

তারপরে পৃথিবীতে আঁধারের ধূপছায়া নামবেই

মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জনও থামবেই

তারপরে পৃথিবীতে আঁধারের ধূপছায়া নামবেই

মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জনও থামবেই

সে আঁধার নামুক না, গুঞ্জন থামুক না

কানে তবু রবে তার রেশ তো

বেশ তো, বেশ তো

সূর্য ডোবার পালা আসে যদি আসুক বেশ তো

গোধূলির রঙে হবে এ ধরণী স্বপ্নের দেশ তো

বেশ তো, বেশ তো

তারপরে সারারাত দু'জনে একা একা ভাববো

হৃদয়ের লিপিকাতে কে যেন লিখেছে এক কাব্য

তারপরে সারারাত দু'জনে একা একা ভাববো

হৃদয়ের লিপিকাতে কে যেন লিখেছে এক কাব্য

জোনাকিরা দ্বীপ জ্বেলে আমাদের সাথে রাত জাগবেই

দুটি প্রানে চুপি চুপি নতুন সে সুর এক লাগবেই

জোনাকিরা জাগুক না, প্রাণে সুর লাগুক না

পাওয়াতে চাওয়ার হবে শেষ তো

বেশ তো, বেশ তো

- It's already the end -