background cover of music playing
Gobhire Jao (Female Version) - Shreya Ghoshal

Gobhire Jao (Female Version)

Shreya Ghoshal

00:00

04:54

Similar recommendations

Lyric

গভীরে যাও

আরও গভীরে যাও

গভীরে যাও

আরও গভীরে যাও

এই বুঝি তল পেলে, ফের হারালে

প্রয়োজনে ডুবে যাও

গভীরে যাও

আরও গভীরে যাও

গভীরে যাও

আরও গভীরে যাও

এই বুঝি তল পেলে, ফের হারালে

প্রয়োজনে ডুবে যাও

জানলা জুড়ে মানুষের কান

গলির ভাঁজে ভ্রমরের প্রাণ

গণিকার গান লেগে থাকে তার ডানায়

আর অন্ধকারে ছটফটিয়ে মুখ ফেরানোর দায়

আর উড়ে আসা ধূসর চোখে সিগারেটের ছাই

তাই গভীরে যাও

আরও গভীরে যাও

গভীরে যাও

আরও গভীরে যাও

এই বুঝি তল পেলে, ফের হারালে

প্রয়োজনে ডুবে যাও

নদীর বুকে ঘরের খোঁজে

কাটেনি দিন খুব সহজে

বহু বছর মেখেছি রুপোর বালি

সেই রুপোর লোভে বাড়ি ফেরা যাবে রসাতল

আর ভেজা শরীর চোরা স্রোতে কামড়ে ধরে জল

তাই গভীরে যাও

আরও গভীরে যাও

গভীরে যাও

আরও গভীরে যাও

এই বুঝি তল পেলে, ফের হারালে

প্রয়োজনে ডুবে যাও

গভীরে যাও

আরও গভীরে যাও

গভীরে যাও

আরও গভীরে যাও

গভীরে যাও

আরও গভীরে যাও

গভীরে যাও

আরও গভীরে যাও

- It's already the end -