00:00
05:44
জগৎ বেড়ে জাতির কথা
লোকে গল্প করে যথাতথা
জগৎ বেড়ে জাতির কথা
লোকে গল্প করে যথাতথা
লালন বলে, জাতের ফাৎনা...
লালন বলে, জাতের ফাৎনা ডুবিয়েছি সাধ-বাজারে
সব লোকে কয়, লালন কি জাত সংসারে
সব লোকে কয়, লালন কি জাত সংসারে
লালন বলে, জাতের কি রূপ
লালন বলে, জাতের কি রূপ
দেখলাম না এ নজরে
সব লোকে কয়, লালন কি জাত সংসারে
সব লোকে কয়, লালন কি জাত সংসারে
♪
ছুন্নত দিলে হয় মুসলমান
নারীর তবে কি হয় বিধান
ছুন্নত দিলে হয় মুসলমান
নারীর তবে কি হয় বিধান
ছুন্নত দিলে হয় মুসলমান
নারীর তবে কি হয় বিধান
বামন চিনি পৈতেয় প্রমাণ
বামন চিনি পৈতেয় প্রমাণ
বামনী চিনি কি প্রকারে?
সব লোকে কয়, লালন কি জাত সংসারে
সব লোকে কয়, লালন কি জাত সংসারে
♪
কেউ মালা, কেউ তসবীর গলে
তাই কি রে জাত ভিন্ন বলে
কেউ মালা, কেউ তসবীর গলে
তাই কি রে জাত ভিন্ন বলে
কেউ মালা, কেউ তসবীর গলে
তাই কি রে জাত ভিন্ন বলে
যাওয়া কিংবা আসার বেলায়
যাওয়া কিংবা আসার বেলায়
জাতের চিহ্ন রয় কার রে
সব লোকে কয়, লালন কি জাত সংসারে
সব লোকে কয়, লালন কি জাত সংসারে
লালন বলে, জাতের কি রূপ
লালন বলে, জাতের কি রূপ
দেখলাম না এ নজরে
সব লোকে কয়, লালন কি জাত সংসারে
সব লোকে কয়, লালন কি জাত সংসারে