00:00
05:18
এই গান সম্পর্কে আপাতত কোনো তথ্য পাওয়া যায়নি।
জানি না
জানি না
জানি না
♪
দূরে দূরে মেঘ যাচ্ছে পুড়ে
মন মেললো স্মৃতি দু'ডানায় (দু'ডানায়...)
দূরে দূরে মেঘ যাচ্ছে পুড়ে
মন মেললো স্মৃতি দু'ডানায়
জানি না, কেন তা জানি না (জানি না)
জানি না, কেন তা জানি না
জানি না, কেন তা জানি না
জানি না, কেন তা জানি না
জানি না
জানি না
জানি না
♪
ক্ষয়ে ক্ষয়ে যাওয়া এ সময়
মেনে নেয় তার পরাজয়
জীবন পড়ে ধূলোতে, হারিয়ে সঞ্চয়
ক্ষয়ে ক্ষয়ে যাওয়া এ সময়
মেনে নেয় তার পরাজয়
জীবন পড়ে ধূলোতে, হারিয়ে সঞ্চয়
যার কথা ভাসে, মেঘলা বাতাসে
তবু সে দূরে তা মানি না (মানি না)
যার কথা ভাসে, মেঘলা বাতাসে
তবু সে দূরে তা মানি না
জানি না, কেন তা জানি না
জানি না, কেন তা জানি না
জানি না, কেন তা জানি না
জানি না, কেন জানি না
♪
রাত বেড়ে যায় ধীর পায়
বাতাসেরা যেন অসহায়
শুকনো পাতার নূপুরে (নূপুরে)
কে যেন ডেকে যায়
রাত বেড়ে যায় ধীর পায়
বাতাসেরা যেন অসহায়
শুকনো পাতার নূপুরে
কে যেন ডেকে যায়
যার উষ্ণ আঁচে, ভালোবাসা বাঁচে
সে হৃদয় ভাঙ্গে তা মানি না (তা মানি না)
যার উষ্ণ আঁচে, ভালোবাসা বাঁচে
সে হৃদয় ভাঙ্গে তা মানি না (মানি না)
জানি না, কেন তা জানি না
জানি না, কেন তা জানি না
জানি না, কেন তা জানি না
জানি না, কেন জানি না