00:00
05:03
এই গানটির জন্য আপাতত কোনো তথ্য নেই।
You and me together
Making it all seem right
Oh yeah
Oh my love, be my love
I just wanna die in your arms, oh my love
Oh my love, be my love
I just wanna die in your arms, oh my love
আমার স্বপ্ন জুড়ে তুই
আর তোর চিন্তারা শুধুই
ঘুরেফিরে যাচ্ছে বারেবার
আর কোনো রাস্তা নেই আমার
বল না তোর দোহাই, প্রেম ভাসাই কোন জলে?
Oh my love (oh my love)
আদুরে আলাপ (be my love)
ছুঁয়ে তোর আঁচলে এলাম বলে (oh yeah)
Be my love (oh my love)
একটা গোলাপ (be my love)
চুপিসারে রেখে গেলাম তোর কোলে (oh yeah)
You and me together
Making it all seem right
সুখেরই চাদরে রোদেরই আদর
পাঠিয়েছি তোর নামে
ও, চাঁদের আলোকে রুপোলি পালক
রাখা আছে নীল খামে
তোর উত্তরেরই আশায়
প্রশ্নেরা চিহ্ন ভুলে যায়
আবেগের ব্যস্ত পারাপার
আর কোনো রাস্তা নেই আমার
বল না তোর দোহাই, প্রেম ভাসাই কোন জলে? (কোন জলে?)
Oh my love (oh my love)
আদুরে আলাপ (be my love)
ছুঁয়ে তোর আঁচলে এলাম বলে
Be my love (oh my love)
একটা গোলাপ (be my love)
চুপিসারে রেখে গেলাম তোর কোলে
Falling into your arms
Oh, I'll be yours
Now and always
মনেরই দেওয়ালে, খামোখা খেয়ালে
আঁকিবুকি তোর ছবি
ও, জাগিয়ে চলে যা, তবু তো বলে যা
কবে রে আমার হবি?
তোর উত্তরেরই আশায়
প্রশ্নেরা চিহ্ন ভুলে যায়
আবেগের ব্যস্ত পারাপার
আর কোনো রাস্তা নেই আমার
বল না তোর দোহাই, প্রেম ভাসাই কোন জলে? (কোন জলে?)
Oh my love (oh my love)
আদুরে আলাপ (be my love)
ছুঁয়ে তোর আঁচলে এলাম বলে
Be my love (oh my love)
একটা গোলাপ (be my love)
চুপিসারে রেখে গেলাম তোর কোলে
Oh my love (every time I feel you)
Be my love (every time I love you)
I just wanna die in your arms (I just wanna die in your arms)
Oh my love
Oh my love