background cover of music playing
Ami Akash Pathabo - AvoidRafa

Ami Akash Pathabo

AvoidRafa

00:00

04:03

Song Introduction

এখনো এই গানটি সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি।

Similar recommendations

Lyric

আমার খোলা আকাশ

তোমার অপেক্ষায়

অনেক মেঘ বয়ে যায়

আসবে তুমি আবার

আমার মনের বারান্দায়

তোমার সময় কেটে যায়

আবার আসবে তুমি

আমার ভালোলাগার

অনেক ইচ্ছেঘুড়ি

আমি আকাশ পাঠাবো

তোমার মনের আকাশে

যেখানে গাইবে তুমি আনমনে

আমি আকাশ পাঠাবো

তোমার মনের আকাশে

খোলা মাঠে গাইবে গান বসন্তের বাতাসে

আমার রঙিন বাতাস

তোমার অপেক্ষায়

অনেক স্মৃতি বয়ে যায়

আসবে তুমি আবার

আমার মনের বারান্দায়

তোমার আলো বয়ে যায়

আবার আসবে তুমি

আমার ভালোলাগার

অনেক ইচ্ছেঘুড়ি

আমি আকাশ পাঠাবো

তোমার মনের আকাশে

যেখানে গাইবে তুমি আনমনে

আমি আকাশ পাঠাবো

তোমার মনের আকাশে

খোলা মাঠে গাইবে গান বসন্তের বাতাসে

আমি আকাশ পাঠাবো

তোমার মনের আকাশে

যেখানে গাইবে তুমি আনমনে

আমি আকাশ পাঠাবো

তোমার মনের আকাশে

খোলা মাঠে গাইবে গান বসন্তের বাতাসে

- It's already the end -