00:00
05:41
শিরোনামিনের নতুন গান "এই অবস্থায়" তাদের সাম্প্রতিক অ্যালবামে অন্তর্ভুক্ত হয়েছে, যা প্রকাশিত হয়েছে ২০২৩ সালে। এই গানটিতে শিরোনামিনের স্বতন্ত্র সঙ্গীতশৈলী এবং গূঢ় ভাবনার সংমিশ্রণ দেখা যায়। লিরিক্সগুলো জীবনের বিভিন্ন পর্ব এবং আবেগের গভীরতা তুলে ধরে, যা শ্রোতাদের হৃদয়ে সরাসরি ছুঁয়ে যায়। সুর এবং বাদ্যের মানোন্নত ব্যবহারের জন্য "এই অবস্থায়" গানটি সমালোচকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে এবং ফ্যানদের মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে। শিরোনামিনের এই সৃষ্টি তাদের সঙ্গীতিক দক্ষতা এবং সৃজনশীলতার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
এই অবেলায় তোমারই আকাশে
নিরব আপসে ভেসে যায়
সেই ভীষণ শীতল ভেজা চোখ
কখনও দেখাইনি তোমায়
কেউ কোথাও ভালো নেই যেন সেই
কতকাল আর হাতে হাত অবেলায়?
কতকাল আর ভুল-অবসন্ন বিকেলে?
ভেজা চোখ দেখাইনি তোমায়
সেই কবেকার violin
বেজে যায় কতদিন
প্রাণে চাপা ঢেউ
দেখেনি আর কেউ
কখনও অভিমান, অবাধ্য পিছুটান
জানি না কী কষ্টে এই অবেলায়
তবুও নির্বাসন বাসর সাজিয়ে
ঠোঁটে চেপে ধরা থাক ভালোবাসায়
♪
ঘুণে খাওয়া মেঘ কালো হয়ে যায় এ হৃদয় যখন
একা একা শুধু অকারণেই ঝরে বৃষ্টি এমন
আজও তাই অবাক রঙে এঁকে যাই
সাদা-কালো রঙ মাখা ফানুসের মুহূর্ত রাঙাই
ভীষণ কালো মেঘ পুড়ে ছাই আবেগে আজও তাই
অবাক জোছনায় পোড়া চোখ তবুও সাজাই
এই সন্ধ্যায় দু'চোখ সাগরে
বুকের পাঁজরে ভেসে যায়
অবাক জোছনায় লুকিয়ে রেখেছি
ভেজা চোখ দেখাইনি তোমায়
এই অবেলায় তোমারই আকাশে
নিরব আপসে ভেসে যায়
সেই ভীষণ শীতল ভেজা চোখ
কখনও দেখাইনি তোমায়
কেউ কোথাও ভালো নেই যেন সেই
কতকাল আর হাতে হাত অবেলায়?
কতকাল আর ভুল-অবসন্ন বিকেলে?
ভেজা চোখ দেখাইনি তোমায়