background cover of music playing
E Hawa - Meghdol

E Hawa

Meghdol

00:00

05:54

Song Introduction

এই গানটির সম্পর্কে বর্তমান কোন তথ্য নেই।

Similar recommendations

Lyric

রাত্রীর ট্রেন

করুণ শঙ্খের মতো

মায়ের মুখে প্রথম শোনা গান

জন্মাবধি একটা অন্ধ নদী

ডুকরে কাঁদা মুক্তি দিলো গান

এ হাওয়া, আমায় নেবে কত দূরে?

এ হাওয়া, আমি এখানে

এ হাওয়া, আমায় নেবে কত দূরে?

এ হাওয়া, আমি এখানে

কোথায় ছিলাম?

কোন শব্দের ভেতর

অক্ষরগুলো চূর্ণ আলো?

কোন আবেগে, কোন নৈঃশব্দ্যে

ধরবো তারে আমার প্রথম গান?

এ হাওয়া, আমায় নেবে কত দূরে?

এ হাওয়া, আমি এখানে

কোথায় থাকে হারানো সুর?

রহস্যনীল myth-এর বাগান

ফিরতি পথে, মস্ত আকাশ

অস্ফুট স্বর, ধুলোর গান

এ হাওয়া, আমায় নেবে কত দূরে?

এ হাওয়া, আমি এখানে

এ হাওয়া, আমায় নেবে কত দূরে?

এ হাওয়া, আমি এখানে

এ হাওয়া, আমায় নেবে কত দূরে?

এ হাওয়া

- It's already the end -