background cover of music playing
Purnota - Warfaze

Purnota

Warfaze

00:00

05:59

Song Introduction

বর্তমানে এই গানের সম্পর্কিত কোনো তথ্য নেই।

Similar recommendations

Lyric

সেদিন ভোরে

বুকের গভীরে শুনেছি জমে থাকা নীল বেদনারা ডাকে

এই শহরে

ইটের পাহাড়ে ছিল না কেউ যে দেওয়ার প্রেরণা

যন্ত্রে বাঁধা মন ছিল ক্লান্ত অসহায়

অর্থে কেনা সুখ ম্রিয়মাণ দুঃখের ছায়ায়

যন্ত্রে বাঁধা মন ছিলো ক্লান্ত অসহায়

অর্থে কেনা সুখ ম্রিয়মাণ দুঃখের ছায়ায়

আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে

তুমি সেই পূর্ণতা আমার অনুভবে

আর নয় আঁধার, তুমি স্বপ্নে ডেকে নিলে

ভরে মন অন্তহীন রঙিন এক উৎসবে

আজকে শুনি আনন্দধ্বনি

পৃথিবী ভরেছে সুখে বেঁচে থাকার মায়ায়

শূণ্য আশার জীবন্ত ভাষায়

অদূরে দেখেছি প্রাণের মোহনা

যন্ত্রে বাঁধা মন ছিল ক্লান্ত অসহায়

অর্থে কেনা সুখ ম্রিয়মাণ দুঃখের ছায়ায়

আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে

তুমি সেই পূর্ণতা আমার অনুভবে

আর নয় আঁধার, তুমি স্বপ্নে ডেকে নিলে

ভরে মন অন্তহীন রঙিন এক উৎসবে

আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে

তুমি সেই পূর্ণতা আমার অনুভবে

আর নয় আঁধার, তুমি স্বপ্নে ডেকে নিলে

ভরে মন অন্তহীন রঙিন এক উৎসবে

আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে

তুমি সেই পূর্ণতা আমার অনুভবে

আর নয় আঁধার, তুমি স্বপ্নে ডেকে নিলে

ভরে মন অন্তহীন রঙিন এক উৎসবে

- It's already the end -