background cover of music playing
Obosthan - HIGHWAY

Obosthan

HIGHWAY

00:00

05:04

Song Introduction

বর্তমানে এই গান সম্পর্কিত কোনও তথ্য উপলব্ধ নেই।

Similar recommendations

Lyric

তুমি cycle চালানো শিখবে তাই

আমি আজও cycle-এ ঘুরে বেড়াই

শুধু ছলনায় তোমার ছোঁয়া মেলে না

তুমি কবিতাগুলো পড়বে তাই

আমি আজও রাত জেগে ছন্দ সাজাই

রাত শেষে শুধু ভোর ফিরে আসে না

আমি তোমাকে বুঝিয়ে দেবোই তাই

ব্যাগে আজও রাখি physics বই

শুধু তুমি নেই তাই বইটা খুলি না

তুমি ছুঁড়ে ফেলে দিবে এই ভয়ে

আমি cigarette আজও লুকিয়ে শুধু

এখনতো কেউ বারণ আর করে না

তুমি এত সহজেই ভুলতে পারো

অন্য কাউকে জড়িয়ে ধরো

আমি কেন শুধু ভুলে যেতে পারি না?

আজ অবাক লাগে তোমায় দেখে

আমায় আজ তোমার অচেনা লাগে

এত ভালো অভিনয় কেন জানি না?

তুমি চশমাটা খুলে রাখবে তাই

আমি আজও ভুল করে পেছনে তাকাই

শুধু কালো ঐ চোখ দু'টো দেখি না

আমি আজও আনমনে হারিয়ে যাই

তাই ভুল করে এই হাতটা বাড়াই

শুধু তোমার কোমল ছোঁয়া মেলেনা

তুমি লিখবে আমায় এই ভেবে

আমি আজও করি অপেক্ষা তবে

অপেক্ষার শেষ কবে জানি না

তুমি ভাবো না আজ আমায় নিয়ে

আমি স্মৃতিগুলোকেই জড়িয়ে শুধু

নতুন করে স্বপ্ন দেখিনা

তুমি এত সহজেই ভুলতে পারো

অন্য কাউকে জড়িয়ে ধরো

আমি কেন শুধু ভুলে যেতে পারি না?

আজ অবাক লাগে তোমায় দেখে

আমায় আজ তোমার অচেনা লাগে

এত ভালো অভিনয় কেন জানি না?

তুমি এত সহজেই ভুলতে পারো

আমি কেন শুধু ভুলে যেতে পারি না?

অচেনা তুমি কীভাবে

করো চেনা ওই মুখটাকে?

অবাক লাগে কী বিবেক তোমার

তুমি ভাবো না আজ আমায় নিয়ে

আমি স্মৃতিগুলোকেই জড়িয়ে শুধু

নতুন করে-

- It's already the end -