background cover of music playing
Ekhon Onek Raat - Anupam Roy

Ekhon Onek Raat

Anupam Roy

00:00

03:45

Song Introduction

‘এখন অনেক রাত’ গানটি জনপ্রিয় গীতিকার অনুপম রায়ের একটি সুরেলা সৃষ্টি, যা ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি 'প্রাক্তন' থেকে এসেছে। এই গানের মাধ্যমে প্রেমের অতীত স্মৃতি এবং যোগসূত্রের অনুভূতি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। অনুপম রায়ের মধুর কণ্ঠে গানটি শ্রোতাদের হৃদয়ে গভীর ছাপ ফেলে। ছবির অন্যান্য গানগুলির মতোই, এই গানটিও অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে।

Similar recommendations

Lyric

এখন অনেক রাত

তোমার কাঁধে আমার নিঃশ্বাস

আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়

ছুঁয়ে দিলে হাত

আমার বৃদ্ধ বুকে তোমার মাথা

চেপে ধরে টলছি কেমন নেশায়

এখন অনেক রাত

তোমার কাঁধে আমার নিঃশ্বাস

আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়

ছুঁয়ে দিলে হাত

আমার বৃদ্ধ বুকে তোমার মাথা

চেপে ধরে টলছি কেমন নেশায়

কেন যে অসংকোচে অন্ধ গানের কলি

পাখার blade-এর তালে সোজাসুজি কথা বলি

আমি ভাবতে পারিনি

তুমি বুকের ভেতর ফাটছো

আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ

আমি থামতে পারিনি

তোমার গালে নরম দুঃখ

আমায় দু'হাত দিয়ে মুছতে দিয়ো please

তোমার গানের সুর

আমার pocket-ভরা সত্যি মিথ্যে

রেখে দিলাম তোমার bag-এর নীলে

জানি তর্কে বহুদূর

তাও আমায় তুমি আঁকড়ে ধরো

আমার ভেতর বাড়ছো তিলে তিলে

কেন যে অসংকোচে অন্ধ গানের কলি

পাখার blade-এর তালে সোজাসুজি কথা বলি

আমি ভাবতে পারিনি

তুমি বুকের ভেতর ফাটছো

আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ

আমি থামতে পারিনি

তোমার গালে নরম দুঃখ

আমায় দু'হাত দিয়ে মুছতে দিয়ো please

এখন অনেক রাত

তোমার কাঁধে আমার নিঃশ্বাস

আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়

ছুঁয়ে দিলে হাত

আমার বৃদ্ধ বুকে তোমার মাথা

চেপে ধরে টলছি কেমন নেশায়

এখন অনেক রাত

তোমার কাঁধে আমার নিঃশ্বাস

আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়, ভালোবাসায়

- It's already the end -