background cover of music playing
Preme Pora Baron - Lagnajita Chakraborty

Preme Pora Baron

Lagnajita Chakraborty

00:00

03:56

Song Introduction

বর্তমানে এই গানে সম্পর্কিত কোনও তথ্য উপলব্ধ নয়।

Similar recommendations

Lyric

প্রেমে পড়া বারণ

কারণে অকারণ

আঙুলে আঙুল রাখলেও হাত ধরা বারণ

প্রেমে পড়া বারণ

কারণে অকারণ

আঙুলে আঙুল রাখলেও হাত ধরা বারণ

প্রেমে পড়া বারণ

তোমায় যত গল্প বলার ছিল

তোমায় যত গল্প বলার ছিল

সব পাপড়ি হয়ে গাছের পাশে ছড়িয়ে রয়েছিল

দাওনি তুমি আমায় সেসব

কুড়িয়ে নেওয়ার কোনো কারণ

প্রেমে পড়া বারণ

কারণে অকারণ

ওই মায়া চোখে চোখ রাখলেও ফিরে তাকানো বারণ

প্রেমে পড়া বারণ

শূন্যে ভাসি রাত্রি এখনও গুনি

তোমার-আমার নৌকা বাওয়ার শব্দ এখনও শুনি

শূন্যে ভাসি রাত্রি এখনও গুনি

তোমার-আমার নৌকা বাওয়ার শব্দ এখনও শুনি

তাই মুখ লুকিয়ে, ঠোঁট ফুলিয়ে

বসন্তের এই স্মৃতিচারণ

প্রেমে পড়া বারণ

কারণে অকারণ

মনে পড়লেও আজকে তোমায় মনে করা বারণ

প্রেমে পড়া বারণ

প্রেমে পড়া বারণ

- It's already the end -