00:00
04:10
‘বৃষ্টি তোমাকে দিলাম’ গানটি জনপ্রিয় গায়ক শ্রীবন্ত আচার্যের অন্যতম প্রিয় রচনা। এই গানটি মায়াবী বৃষ্টির আবহে প্রেমের আবেগকে তুলে ধরে, শ্রীবন্তের মধুর কণ্ঠে উঠে আসে হৃদয়ের কথা।খুব দ্রুতই এই গানটি বাংলা সঙ্গীত প্রেমীদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে এবং বিভিন্ন সঙ্গীত প্ল্যাটফর্মে সাড়া পায়। প্রেম ও প্রকৃতির সৌন্দর্যের মিশ্রণে এই গানটি শ্রোতাদের মুগ্ধ করেছে এবং সঙ্গীত জগতে একটি বিশেষ স্থান তৈরি করেছে।
আমার সারাটি দিন মেঘলা আকাশ
বৃষ্টি তোমাকে দিলাম
♪
আমার সারাটি দিন মেঘলা আকাশ
বৃষ্টি তোমাকে দিলাম
শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু
তোমার কাছে চেয়ে নিলাম
আমার সারাটি দিন (আ...)
মেঘলা আকাশ (আ... আ...)
বৃষ্টি তোমাকে দিলাম (উঁম... হুঁ... হুঁম)
♪
হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি
বাতাসের বাঁশীতে কান পেতে থাকি
হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি
বাতাসের বাঁশীতে কান পেতে থাকি
তাতেই কাছে ডেকে, মনের আঙিনা থেকে
বৃষ্টি তোমাকে তবু ফিরিয়ে দিলাম
আমার সারাটি দিন (আ...)
মেঘলা আকাশ (আ... আ...)
বৃষ্টি তোমাকে দিলাম (উঁম... হুঁ... হুঁম)
♪
তোমার হাতেই হোক রাত্রি রচনা
এ আমার স্বপ্ন-সুখের ভাবনা
তোমার হাতেই হোক রাত্রি রচনা
এ আমার স্বপ্ন-সুখের ভাবনা
চেয়েছি পেতে যাকে, চাই না হারাতে তাকে
বৃষ্টি তোমাকে তাই ফিরে চাইলাম
♪
আমার সারাটি দিন (আ...)
মেঘলা আকাশ (আ... আ...)
বৃষ্টি তোমাকে দিলাম (উঁম... হুঁ... হুঁম)
শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু
তোমার কাছে চেয়ে নিলাম
আমার সারাটি দিন মেঘলা আকাশ
বৃষ্টি তোমাকে দিলাম
আ... আ... আ... আআ... আ...
আ... আ... আ... আআ... আ...
আ... আ... আ... আআ... আ...