background cover of music playing
Boba Tunnel - Anupam Roy

Boba Tunnel

Anupam Roy

00:00

04:07

Song Introduction

এই গানের সাথে বর্তমানে কোনও সম্পর্কিত তথ্য নেই।

Similar recommendations

Lyric

ফিরে গেছে কত

বোবা টানেলের গলা চিরে আলো

ইচ্ছেরা ছুটে চলে

সারাটা দিন জুড়ে

তুমি আনাগোনা করেছো সেই সুরে

তার রঙ লেগে আছে

অবুঝের পেন্সিল

ফিরে গেছে কত

বোবা টানেলের গলা চিরে আলো

ইচ্ছেরা ছুটে চলে

সারাটা দিন জুড়ে

তুমি আনাগোনা করেছো সেই সুরে

তার রঙ লেগে আছে

অবুঝের পেন্সিল

ভালোবাসা বাকি আছে তোমারও আমার কাছে

যা চেয়েছো দিতে আমি পারি না

আমারও সময় ডালে ফুরিয়ে এসেছে পাতা

এত প্রেম কাছে এসে এলো না

যদি কোনোদিন তুমি দু'হাত দিয়ে ঝিনুক কোড়াও

নেই আমি সেই অল্প ভাঙা গল্পগুলোয়

কার সাথে বলো শব্দ ছুঁড়ে ফিরবো বাড়ি মাঝরাতে?

আমি তোমার কথা বলবো কাকে?

হেঁটে গেছি আমি আয়ুরেখা ধরে

সাড়া দিতে এত দেরী হয়ে গেল বলে

জন্ম মৃত্যু ভেঙে

ভোরবেলা তুমি আলো হয়ে ফোটো

আমি জেগে আছি এসো

প্রতি চুম্বনে স্থির

কখনো নাগরদোলা ওলটে পালটে সবই

আমাদের ছিঁড়ে খেলো জোনাকি

আমারও সময় ডালে ফুরিয়ে এসেছে পাতা

এত প্রেম কাছে এসে এলো না

যদি কোনোদিন তুমি দু'হাত দিয়ে ঝিনুক কোড়াও

নেই আমি সেই অল্প ভাঙা গল্পগুলোয়

কার সাথে বল শব্দ ছুঁড়ে ফিরবো বাড়ি মাঝরাতে?

আমি তোমার কথা বলবো কাকে?

যদি কোনোদিন তুমি দু'হাত দিয়ে ঝিনুক কোড়াও

নেই আমি সেই অল্প ভাঙা গল্পগুলোয়

কার সাথে বল শব্দ ছুঁড়ে ফিরবো বাড়ি মাঝরাতে?

আমি তোমার কথা বলবো কাকে?

- It's already the end -