00:00
03:53
এ মুহূর্তে এই গান সম্পর্কে কোন তথ্য নেই।
মুখটা তুলে আকাশটাতে দেখো আরেকবার
তোমার সাথে আছি আমি যে চিরকাল
জোছনার আলো যখন তোমার গায়ে পড়ে
আমি তখন থাকি তোমারই পাশে পাশে
মনটা খারাপ করে যখন তুমি একা থাকো
ভেবো আমি শোনাই তোমায় মজার কোনো গল্প
চোখের পানি মুছে ফেলে ভেবো একটুক্ষণ
তোমার মাথায় হাতটা বুলাই যখন তখন
রাতের আকাশ ভরা তারা হয়তোবা চলে যাবে
থাকবো হয়ে আমি শুকতারা
শীতের সকাল গাছের পাতা হয়তোবা ঝরে যাবে
থাকবো হয়ে আমি নীল আকাশ
দুপুর বেলায় কবিতার বইটা পড়তে বসে
চোখের দৃষ্টি যখন তোমার ঝাপসা হয়ে ওঠে
ভেবো আমি পাশেই আছি তোমার পানে চেয়ে
কবিতাটায় সুর বসাচ্ছি গানের মতো করে
ভোরের আলোয় পাখির ডাকে ঘুমটা ভাঙে যখন
বাগানটাতে হাঁটার সময় আমায় ভেবো তখন
ঘাসের মাঝে শিশিরকণায় তাকিয়ে দেখো তুমি
আছে সেথায় তোমার সাথে আমার প্রতিচ্ছবি
রাতের আকাশ ভরা তারা হয়তোবা চলে যাবে
থাকবো হয়ে আমি শুকতারা
শীতের সকাল গাছের পাতা হয়তোবা ঝরে যাবে
থাকবো আমি হয়ে নীল আকাশ
নীল আকাশ