background cover of music playing
Tui Chunli Jakhan - Arijit Singh

Tui Chunli Jakhan

Arijit Singh

00:00

05:24

Song Introduction

বর্তমানে এই গান সম্পর্কে কোনো তথ্য উপলভ্য নেই।

Similar recommendations

Lyric

তুই হাসলি যখন

তোরই হলো এ মন

তুই ছুঁলি যখন

তোরই হলো এ মন

দু'চোখে আঁকছে শীত

বাহারি ডাকটিকিট

দু'চোখে আঁকলো শীত

বাহারি ডাকটিকিট

আলসে রোদের চিঠি পাঠালো পিয়ন

তুই ছুঁলি যখন

তোরই হলো এ মন

তুই হাসলি যখন

তোরই হলো এ মন

ইতিউতি কার্নিশে

আলো-ছায়া যায় মিশে

চলো না কুড়োবো আবার

এলোমেলো চেনা route-এ

বসন্ত যায় যায় যায় জুটে

ভালোবেসে জীবন কাবার

ইতিউতি কার্নিশে

আলো-ছায়া যায় মিশে

চলো না কুড়োবো আবার

এলোমেলো চেনা route-এ

বসন্ত যায় যায় জুটে জুটে

ভালোবেসে জীবন কাবার

এত কথা বলি যাকে

চিনি আমি চিনি তাকে

এত কথা বলি যাকে

চিনি আমি চিনি তাকে

চোখে চোখে কথোপকথন

তুই ছুঁলি যখন

তোরই হলো এ মন

তুই ছুঁলি যখন

তোরই হলো এ মন

গুঁড়ো গুঁড়ো করিডোরে

চুপিসারে পাতা উড়ে

আজ বাতাসও মাতাল

বেপরোয়া half ছুটি

মাখাচ্ছে খুনসুটি, খুনসুটি

ভালোবেসে উথালপাথাল

গুঁড়ো গুঁড়ো করিডোরে

চুপিসারে পাতা উড়ে

আজ বাতাসও মাতাল

বেপরোয়া half ছুটি

মাখাচ্ছে খুনসুটি, খুনসুটি

ভালোবাসে উথালপাথাল

রাত নেমেছে মনে

মন সবই জানে শোনে

রাত নেমেছে মনে

মন সবই জানে শোনে

তুই হলি মনের আপন

তুই হাসলি যখন

তোরই হলো এ মন

তুই হাসলি যখন

তোরই হলো এ মন

দু'চোখে আঁকছে শীত

বাহারি ডাকটিকিট

দু'চোখে আঁকলো শীত

বাহারি ডাকটিকিট

আলসে রোদের চিঠি পাঠালো পিয়ন

- It's already the end -