background cover of music playing
Tomay Hrid Majhare Rakhbo - Mahtim Shakib

Tomay Hrid Majhare Rakhbo

Mahtim Shakib

00:00

03:36

Song Introduction

"টোমায় হৃদ মাঝারেখবো" গানটি বাংলাদেশের জনপ্রিয় গায়ক মাহতিম শাকিবের এক অনুরণনময় রোমান্টিক গান। এই গানের সুর এবং লিরিক্স শ্রোতাদের হৃদয়ে গভীরভাবে স্থান করে নিয়েছে। মাহতিম শাকিবের কোমল কণ্ঠস্বর এই গানে আবেগের সঠিক প্রকাশ ঘটায়, যা শ্রোতাদের মুগ্ধ করে। "টোমায় হৃদ মাঝারেখবো" বাংলা সঙ্গীতের একটি মূল্যবান রত্ন হিসেবে গণ্য হয় এবং বহু মানুষের মন জয় করেছে।

Similar recommendations

Lyric

ভুবনমোহন গোরা

কোন মণিজনার মনোহরা

ভুবনমোহন গোরা

কোন মণিজনার মনোহরা

ওরে রাধার প্রেমে মাতোয়ারা

চাঁদ গৌর আমার রাধার প্রেমে মাতোয়ারা

ধুলায় যায় ভাই গড়াগড়ি

যেতে চাইলে যেতে দেবো না

চাইলে যেতে দেবো না, না, না, না

ছেড়ে দেবো না

তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না

তোমায় হৃদয়ে রাখবো, ছেড়ে দেবো না

যাবো ব্রজের কূলে কূলে

যাবো ব্রজের কূলে কূলে

আমরা মাখবো পায়ে রাঙাধুলি

মাখবো পায়ে রাঙাধুলি

ওরে পাগল মন

যাবো ব্রজের কূলে কূলে

মাখবো পায়ে রাঙাধুলি

ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে

ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে

চলে গেলে, চলে গেলে যেতে দেবো না, না, না, না

ছেড়ে দেবো না

তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না

তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেবো না

ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না

আমি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না, না, না

ছেড়ে দেবো না

তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না

তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না

- It's already the end -