background cover of music playing
Punorjonmo - Chondropith

Punorjonmo

Chondropith

00:00

07:53

Similar recommendations

Lyric

জন্ম মৃত্যুর আর্বতনে পুনর্জন্ম হবে

তোমার আবার দেখা পাবো কখন, কে জানে?

জন্ম মৃত্যুর আর্বতনে পুনর্জন্ম হবে

তোমার আবার দেখা পাবো কখন, কে জানে?

দূরে যাও, সরে যাও

রেখে যাও কিছু স্মৃতি তোমার আমার

জানি আবার একটি জন্ম আমার কভু হবে না

জানি আবার এমন করে তোমার দেখা পাবো না

জানি আবার একটি জন্ম আমার কভু হবে না

জানি আবার এমন করে তোমার দেখা পাবো না

সোজা-সাপ্টা একথা সত্য কথা বলি

তোমায় ভীষণ রকম ভালোবাসি

হাজার যুদ্ধ বয়ে গেছে মনে

তোমায় এই কথা বলব বলে

বলা হয়নি কথা কি ছিলো এই মনে

বলা হয়নি কথা কি ছিলো এই মনে

জানি আবার একটি জন্ম আমার কভু হবে না

জানি আবার এমন করে তোমার দেখা পাবো না

জানি আবার একটি জন্ম আমার কভু হবে না

জানি আবার এমন করে তোমার দেখা পাবো না

আছো তুমি যেখানে প্রতিশব্দ শব্দ দূষণ

বাজে সময় অবস দেয়ালেতে তোমারই গুনগুন

আজন্ম রাত বুকের মাঝে ধনি প্রতিধ্বনি

রাতের আকাশ তোমায় ছাড়া ভীষণ একাকি

আজও স্মৃতি গুলো ভীষণ রকম দামি

আজও সৃতি গুলো ভীষণ রকম দামি

জানি আবার একটি জন্ম আমার কভু হবে না

জানি আবার এমন করে তোমার দেখা পাবো না

জানি আবার একটি জন্ম আমার কভু হবে না

জানি আবার এমন করে তোমার দেখা পাবো না

- It's already the end -