background cover of music playing
Bawshonto Eshe Geche (Male) - Anupam Roy

Bawshonto Eshe Geche (Male)

Anupam Roy

00:00

04:11

Similar recommendations

Lyric

একরাশ বিপদের মাঝখানে শুয়ে আছি

কানাঘুষো শোনা যায়

বসন্ত এসে গেছে

বসন্ত এসে গেছে

কবিদের মৃতদেহ চাপা পড়ে কাগজে

বসন্ত এসে গেছে

তার ছেঁড়া যন্ত্রের মাঝখানে শুয়ে আছি

আমলকি বনে শোনো

বসন্ত এসে গেছে

বসন্ত এসে গেছে

দূর হোক বানানের অকারণ চিন্তা

হ্রস্ব-ই, দীর্ঘ-ঈ, হ্রস্ব-উ, দীর্ঘ-ঊ

ফাঁকা হোক footpath, হাঁটবো আরামে

কোকিলের ডাকে গুঁটি ফেলবো carrom-এ

কেউ কানে কানে বলে গেল

শোনা গেছে খবরে

বসন্ত এসে গেছে

বসন্ত এসে গেছে

পূর্ণিমা রাতে ঐ ছোটাছুটি করে কারা

টুঁটি টিপে ধরে প্রেম

বসন্ত এসে গেছে

রঙ লাগে শরীরের

ভাজে ভাজে ডালপালা

মুকুলের সন্ধানে

বসন্ত এসে গেছে

তার ছেঁড়া যন্ত্রের মাঝখানে শুয়ে আছি

আমলকি বনে শোনো

বসন্ত এসে গেছে

বসন্ত এসে গেছে

বসন্ত এসে গেছে

বসন্ত এসে গেছে

এই বসন্তে কয়েক বছর আগে

তোমায় প্রথম দেখেছিলাম আমি

হেঁটেছিলাম ভুট্টা মাঠের পথে

সেই বসন্ত এখন ভীষণ দামি

আমার কাছে

তোমার কাছে

আমার কাছে

বসন্ত এসে গেছে

তার ছেঁড়া যন্ত্রের মাঝখানে শুয়ে আছি

আমলকি বনে শোনো

বসন্ত এসে গেছে

বসন্ত এসে গেছে

বসন্ত এসে গেছে (একরাশ বিপদের মাঝখানে শুয়ে আছি)

বসন্ত এসে গেছে (কানাঘুষো শোনা যায়)

বসন্ত এসে গেছে (কবিদের মৃতদেহ)

বসন্ত এসে গেছে (চাপা পড়ে কাগজে)

বসন্ত এসে গেছে

বসন্ত এসে গেছে

- It's already the end -