background cover of music playing
Uthche Jege Shokalgulo - Shreya Ghoshal

Uthche Jege Shokalgulo

Shreya Ghoshal

00:00

03:35

Song Introduction

এই গানটির সম্পর্কিত কোনও তথ্য এখনই উপলব্ধ নয়।

Similar recommendations

Lyric

উঠছে জেগে সকালগুলো

পাশ ফিরে মন আবার শুলো

এবার তোকে আদর চোখে দেখবে সে

দেখবে দামাল প্রেম কিরকম

মন্ত্র ছাড়াই জ্বেলেছে হোম

কাঁপছে আলো বাসবে ভালো সবশেষে

উঠছে জেগে সকালগুলো

পাশ ফিরে মন আবার শুলো

এবার তোকে আদর চোখে দেখবে সে

দেখবে দামাল প্রেম কিরকম

মন্ত্র ছাড়াই জ্বেলেছে হোম

কাঁপছে আলো বাসবে ভালো সবশেষে

আয় চলে আয় কোন অন্য সুরে গান ধরে

আয় চলে আয় বারন কারণ সব যাক সরে

আয় চলে আয় আজ উড়ব পাথার প্রান্তরে

আয় চলে আয় আজ তোর সাথে হই একঘরে

খুনসুঁটি আর ঝগড়াঝাটি

আড্ডা হবে খুব জমাটি

দেওয়াল ঘড়ির পিছল সুরে রাখতে তাল

পরকীয়ায় তোর ভ্রূকুটি

শীতের দুপুর গুটিসুটি

কিম্বা রাতে আবছায়াতে রঙমশাল

খুনসুঁটি আর ঝগড়াঝাটি

আড্ডা হবে খুব জমাটি

দেওয়াল ঘড়ির পিছল সুরে রাখতে তাল

পরকীয়ায় তোর ভ্রূকুটি

শীতের দুপুর গুটিসুটি

কিম্বা রাতে আবছায়াতে রঙমশাল

আয় চলে আয় কোন অন্য সুরে গান ধরে

আয় চলে আয় বারন কারণ সব যাক সরে

আয় চলে আয় আজ উড়ব পাথার প্রান্তরে

আয় চলে আয় আজ তোর সাথে হই একঘরে

আয় চলে আয়

আয় চলে আয়

আয় চলে আয়

আরে আয়

চলে আয়

চলে আয়

- It's already the end -