00:00
03:35
এই গানটির সম্পর্কিত কোনও তথ্য এখনই উপলব্ধ নয়।
উঠছে জেগে সকালগুলো
পাশ ফিরে মন আবার শুলো
এবার তোকে আদর চোখে দেখবে সে
দেখবে দামাল প্রেম কিরকম
মন্ত্র ছাড়াই জ্বেলেছে হোম
কাঁপছে আলো বাসবে ভালো সবশেষে
উঠছে জেগে সকালগুলো
পাশ ফিরে মন আবার শুলো
এবার তোকে আদর চোখে দেখবে সে
দেখবে দামাল প্রেম কিরকম
মন্ত্র ছাড়াই জ্বেলেছে হোম
কাঁপছে আলো বাসবে ভালো সবশেষে
আয় চলে আয় কোন অন্য সুরে গান ধরে
আয় চলে আয় বারন কারণ সব যাক সরে
আয় চলে আয় আজ উড়ব পাথার প্রান্তরে
আয় চলে আয় আজ তোর সাথে হই একঘরে
♪
খুনসুঁটি আর ঝগড়াঝাটি
আড্ডা হবে খুব জমাটি
দেওয়াল ঘড়ির পিছল সুরে রাখতে তাল
পরকীয়ায় তোর ভ্রূকুটি
শীতের দুপুর গুটিসুটি
কিম্বা রাতে আবছায়াতে রঙমশাল
খুনসুঁটি আর ঝগড়াঝাটি
আড্ডা হবে খুব জমাটি
দেওয়াল ঘড়ির পিছল সুরে রাখতে তাল
পরকীয়ায় তোর ভ্রূকুটি
শীতের দুপুর গুটিসুটি
কিম্বা রাতে আবছায়াতে রঙমশাল
আয় চলে আয় কোন অন্য সুরে গান ধরে
আয় চলে আয় বারন কারণ সব যাক সরে
আয় চলে আয় আজ উড়ব পাথার প্রান্তরে
আয় চলে আয় আজ তোর সাথে হই একঘরে
আয় চলে আয়
আয় চলে আয়
আয় চলে আয়
আরে আয়
চলে আয়
চলে আয়