00:00
04:55
"আমি আজকাল ভালো আছি" গানটি অানুপম রায়ের অন্যতম জনপ্রিয় সৃষ্টিগুলোর একটি। এই গানটি তার স্বকীয় সংগীতশৈলী এবং হৃদয়স্পর্শী লিরিক্সের মাধ্যমে শ্রোতাদের মন জয় করেছে। মেলডি এবং কথার মিশেলি এই গানে অানুপম রায়ের সৃষ্টিশীলতা ফুটিয়ে তোলা হয়েছে, যা বাংলা সঙ্গীতপ্রেমীদের মধ্যে ব্যাপকভাবে গ্রহণযোগ্য হয়েছে। গানটির সহজ এবং মধুর সুর শ্রোতাদের হৃদয়ে গভীর ছাপ ফেলে, এবং এটি বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্মে ভালো প্রতিক্রিয়া পেয়েছে।
আমি আজকাল ভালো আছি
তোকে ছাড়া রাতগুলো আলো
হয়ে আছে
আমি আজকাল ভাল আছি
আমি আজকাল ভালো আছি
তোকে ছাড়া রাতগুলো আলো
হয়ে আছে
আমি আজকাল ভাল আছি
পারদের ওঠা নামা আমাকে ভাবিয়ে তোলে না আর
ঝিনুকের রঙ চিনে নিতে শিখে গেছি আমি এবার
শোন নতজানু হয়ে কেউ বসে নেই কোথাও
ফিরে গেছি সব কিছু ফেলে
আর একশো বছর আমি বাঁচবই, পড়ে দেখ
লেখা আছে স্পষ্ট দেওয়ালে
আমি আজকাল ভালো আছি
তোকে ছাড়া রাতগুলো আলো
হয়ে আছে
আমি আজকাল ভাল আছি
এক লাফে Signal পেরোতে পা আঁকড়ে ধরে না
অজস্র কালবৈশাখী আর আঁছড়ে পড়ে না
শোন অভ্যেস বলে কিছু হয় না এ পৃথিবীতে
পালটে ফেলাই বেঁচে থাকা
আর একশো বছর আমি বাঁচবই, জেনে রাখ
হোক না এ পথঘাট ফাঁকা
আমি আজকাল ভালো আছি
তোকে ছাড়া রাতগুলো আলো
হয়ে আছে
আমি আজকাল ভাল আছি
আমি আজকাল ভালো আছি
তোকে ছাড়া রাতগুলো আলো
হয়ে আছে
আমি আজকাল ভাল আছি