background cover of music playing
Ei Srabon - Rupam Islam

Ei Srabon

Rupam Islam

00:00

03:42

Song Introduction

রূপম ইসলামের গান **"এই স্রাবণ"** বাংলাদেশের আধুনিক সঙ্গীত দৃশ্যপটে একাধিক প্রশংসা অর্জন করেছে। এই গানে রূপমের মাধুর্যময় কণ্ঠে বৃষ্টির ঋতুর রোমান্টিক অনুভূতি এবং প্রকৃতির সতেজতার সুন্দর প্রতিফলন দেখতে পাওয়া যায়। গানটির সুর এবং লিরিক্স শোনার পরেই শ্রোতারা তার গভীর অর্থ এবং আবেগময় পরিবেশের মুগ্ধ হন। "এই স্রাবণ" রূপম ইসলামের সঙ্গীত ক্যারিয়ারে একটি বিশেষ স্থান অধিকার করেছে এবং অনেকের প্রিয় গান হিসেবে প্রতিটি শ্রোতার হৃদয়ে স্থান করে নিয়েছে।

Similar recommendations

Lyric

আমি কাঁটাতারেই সুখী

এই কুয়াশাতে উঁকি দিয়ে

রাজি মিথ্যে নিতে

আসলে সত্যি বলে সত্যি কিছু নেই

এই শ্রাবণ ধুয়ে ফেলুক এই রাস্তা-ধুলো

এই শ্রাবণ ভিজিয়ে দিক দীর্ঘ ছায়াগুলো

এই শ্রাবণ ধুয়ে ফেলুক এই রাস্তা-ধুলো

এই শ্রাবণ ভিজিয়ে দিক দীর্ঘ ছায়াগুলো

এই শ্রাবণ নেভাক আগুন এই ফুটপাতের রাত

এই শ্রাবণ মনে পড়া পুরোনো আঘাত

জল জমেছে বুকের ভেতর রোদের অভাবে

সময় এলে পড়বে চুঁয়ে নিজের স্বভাবে

আমি কাঁটাতারেই সুখী

এই কুয়াশাতে উঁকি দিয়ে

রাজি মিথ্যে নিতে

আসলে সত্যি বলে সত্যি কিছু নেই

এই শ্রাবণ নাম লেখা গাছের পাতার দলে (পাতার দলে)

এই শ্রাবণ মিশলো পুকুর ড্রেনের জলে (ড্রেনের জলে)

এই শ্রাবণ বাক্সবন্দি কিছু ইচ্ছে আছে (ইচ্ছে আছে)

এই শ্রাবণ স্যাঁতস্যাঁতে খুব আমার কাছে

অবাক যত্নে সামলে চলা বুড়িয়ে যাওয়ার ভয়

ভাবলি কেন দুঃখ পাবো? দুঃখ আমার নয়

আমি কাঁটাতারেই সুখী

এই কুয়াশাতে উঁকি দিয়ে

রাজি মিথ্যে নিতে

আসলে সত্যি বলে সত্যি কিছু নেই

এই শ্রাবণ (এই শ্রাবণ)

এই শ্রাবণ (এই শ্রাবণ)

এই শ্রাবণ (এই শ্রাবণ)

এই শ্রাবণ (এই শ্রাবণ)

শ্রাবণ

এই শ্রাবণ

এই শ্রাবণ

এই শ্রাবণ

এই শ্রাবণ

- It's already the end -